বিবিধ প্রবন্ধ

‘বিবিধ প্রবন্ধ’ (প্রথম ও দ্বিতীয় ভাগ) সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি জ্ঞানগর্ভ চিন্তামূলক প্রবন্ধ গ্রন্থ। উক্ত গ্রন্থে বঙ্কিমচন্দ্র বিশ্বসাহিত্য পরিভ্রমণ করেছেন। বঙ্কিমচন্দ্র এতদিন পর্যন্ত দেশ বিদেশের যে সমৃদ্ধ আকরগ্রন্থ — যেমন, ইতিহাস, সাহিত্য, ধর্ম, দর্শন, নৃতত্ত্ব, শিল্প, সঙ্গীত, শিক্ষা, পুরাণ, সমাজ প্রভৃতি অধ্যয়ন করেছেন, সেই সমস্ত গ্রন্থ থেকে প্রয়োজনীয় উপাত্ত (data) সংগ্রহ করে তিনি তার প্রবন্ধে সাঙ্গীকৃত করেছেন। এর ফলে তার প্রবন্ধ সমৃদ্ধ এবং পুষ্ট হয়েছে। এও বঙ্কিমের এক ধরনের অসাধারণ কাজ। ‘বিবিধ প্রবন্ধ’ গ্রন্থের প্রবন্ধ সংখ্যা ৩৮। প্রত্যেকটি প্রবন্ধেই বঙ্কিমের চিন্তা মৌলিক এবং গভীর।

প্রবন্ধ গুলির বিষয়বস্তু অনুধাবন করতে গেলে যেমন বঙ্কিমের জীবন, প্রতিবেশ জানতে হবে, তেমনি জানতে হবে উনিশ শতককে—যে সময়কালে তিনি বেড়ে উঠেছেন। লেখক উনিশ শতকের প্রেক্ষাপটে বিবিধ প্রবন্ধের বিষয় প্রতিটি প্রবন্ধ ধরে ধরে পর্যালোচনা করেছেন; এবং প্রবন্ধের নানাদিক—যেমন, রেফারেন্স ব্যবহার, রেফারেন্সের টীকা-ভাষ্য দেওয়া, ভাষা ব্যবহার প্রভৃতি— সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। এতে পাঠক ও গবেষক উভয়ই উপকৃত হবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

বিবিধ প্রবন্ধে সঙ্কলিত প্রবন্ধসমূহ

[catlist taxonomy=”book” terms=”miscellaneous-essays” orderby=date order=asc numberposts=-1 excludeposts=3205,3206,3227 template=threecolumn]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *